MAHILARA DEGREE COLLEGE

মাহিলাড়া ডিগ্রি কলেজ

EIIN: 100706
SCROLLING TEXT

Chairman Message

সভাপতি মহোদয়ের বানী

শিক্ষা-সংস্কৃতির পথিকৃৎ মাহিলাড়া ডিগ্রি কলেজ ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন, গৌরনদী উপজেলার প্রানকেন্দ্রে মাহিলাড়ায় ১৯৮৬ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানের রয়েছে অনেক গুণগ্রাহি ও শুভানুধ্যয়ী।  ১৯৯৯ সালে  কলেজের  প্রথম ৩ তলা ১টি পাকা ভবন নির্মান করা হয় এবং কলেজটিত স্নাতক পাস কোর্স চালু হয়্। এরপর ২০১৭ সালে কলেজটিতে স্নাতক সম্মান স্তর চালু হয়।   কলেজেটিতে বর্তমানে ১টি ৪তলা ভবন সহ মোট ৩ টি একাডেমিক ভবন ও ১টি প্রশাসনিক ভবন রয়েছে। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাহিলাড়া ডিগ্রি কলেজে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয়, সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং কলেজের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ কলেজের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সফলতায় নিরলস ভাবে কাজ করে চলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড/বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় কলেজটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

শুভেচ্ছান্তে
মো: ইসহাক আলী সরদার
সভাপতি
কলেজ গভর্নিং বডি
মাহিলাড়া ডিগ্রি কলেজ
গৌরনদী, বরিশাল।

HSC Corner


Routine


Office Order


Download Center