অধ্যক্ষ মহোদয়ের বানী
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি পৃথিবীকে ক্রমশ সংক্ষিপ্ত ও সহজলভ্য করে তুলছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা কাঠামো ও শিক্ষাদান-গ্রহণ পদ্ধতিতেও। তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষক শিক্ষার্থীদের সম্মুখে জ্ঞানের অসীম দুয়ার যেমন উম্মোচিত হয়েছে, তেমনি সেই জ্ঞান রাজ্যে বিচরণের চ্যালেঞ্জও সক্রিয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে, প্রযুক্তির সাথে নিজেকে অভিযোজিত করতে হবে।
শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিষয়াদি নিয়ে মাহিলাড়া ডিগ্রি কলেজ একটি ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটটি প্রয়োজনীয় তথ্যের উৎস ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের পারস্পরিক মিথস্ক্রিয়ার মুক্ত পরিবেশ হবে বলে আমার আশা ও বিশ্বাস। ওয়েব সাইটে প্রবেশের জন্য ধন্যবাদ। একবিংশ শতাব্দীর উপযোগী সুন্দর পরিবেশে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার কোন বিকল্প নেই। সেই প্রত্যয় নিয়ে মাহিলাড়া ডিগ্রি কলেজ ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন, গৌরনদী উপজেলার প্রানকেন্দ্রে মাহিলাড়ায় ১৯৮৬ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়। সুন্দর মনোরম পরিবেশে এই কলেজটি বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিমধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠানে পরিগনিত হয়েছে। বিগত বছরগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরিশাল শিক্ষা বোর্ডের সেরা দশ কলেজের তালিকায় স্থান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষানীতি ২০১০ এর আলোকে উচ্চশিক্ষার ক্ষেত্রকে সম্প্রসারিত করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মানসম্পন্ন উচ্চশিক্ষা গ্রহণ নিশ্চিত করার জন্য এ কলেজে স্নাতক (পাস) এর পাশাপাশি স্নাতক স্তরে সম্মান কোর্স সুনামের সাথে চালু রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, সুযোগ্য পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত এই কলেজের প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিক, ব্যক্তিত্ব সম্পন্ন, উদার শৃঙ্খল সত্যনিষ্ঠা দেশপ্রেম ও আধুনিক মন-মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবকদের ভুমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন, ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীতকরণেিএবং সোনার বাংলা গঠনই আমাদের একমাত্র অভীষ্ঠ লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আল্লাহ আমাদের সহায় হোক।
কে.এম. সরিফুল কামাল
অধ্যক্ষ